পৌঁছোবেনা হাত
-------------------------
ঋতুপর্ণা ব্যানার্জী
০৭/০৭/১৮
মাকড়সার জালে টুপটাপ শ্যাওলা
ঝিঁঝিঁ পোকার ভাষায় কিছু শব্দ ধাক্কা মারে ঝিল্লি প্রবালে
ঘন হয়ে আসে রাত কুয়াশার কণায়
জোছনার গুঁড়ো নাই
নিজেকে পৌঁছে দিই শব্দের বিপরীতে
সন্মুখে চূড়ো করা জুঁইফুল সাদা ভাত
তবু পৌঁছোয় না অসাড় হাত দুটি
বুড়ো বনসাইএর মতো পড়ে থাকি এককোণে
ঠোঁটের ফাঁক তবু নিকোটিন খোঁজে
ইচ্ছে পুড়ে যায় ছাইমাখা উনোনে
নক্ষত্রের নীলচে আলোটাও হয়েছে গত
সূর্য ঝুলবে একটু পরেই
মাত্রা ছাড়াবে তাপমাত্রা … পিচপাথরে উঠবে ধোঁয়া
আবার একটা জুঁইফুলের দিন হবে শুরু
একপেট জ্বালানি নিয়ে...
দুমুঠো ভাতের তেষ্টায়
দীর্ঘ লাইনের মতো পাতা দুপুর
পৌঁছাবেনা হাতেরা তবু!!
-------------------------
ঋতুপর্ণা ব্যানার্জী
০৭/০৭/১৮
মাকড়সার জালে টুপটাপ শ্যাওলা
ঝিঁঝিঁ পোকার ভাষায় কিছু শব্দ ধাক্কা মারে ঝিল্লি প্রবালে
ঘন হয়ে আসে রাত কুয়াশার কণায়
জোছনার গুঁড়ো নাই
নিজেকে পৌঁছে দিই শব্দের বিপরীতে
সন্মুখে চূড়ো করা জুঁইফুল সাদা ভাত
তবু পৌঁছোয় না অসাড় হাত দুটি
বুড়ো বনসাইএর মতো পড়ে থাকি এককোণে
ঠোঁটের ফাঁক তবু নিকোটিন খোঁজে
ইচ্ছে পুড়ে যায় ছাইমাখা উনোনে
নক্ষত্রের নীলচে আলোটাও হয়েছে গত
সূর্য ঝুলবে একটু পরেই
মাত্রা ছাড়াবে তাপমাত্রা … পিচপাথরে উঠবে ধোঁয়া
আবার একটা জুঁইফুলের দিন হবে শুরু
একপেট জ্বালানি নিয়ে...
দুমুঠো ভাতের তেষ্টায়
দীর্ঘ লাইনের মতো পাতা দুপুর
পৌঁছাবেনা হাতেরা তবু!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন