ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

★মিনতি★
(পলাশ কুমার ঘোষ)
হে ব্যর্থ কলম
আজ তুমি প্লিজ জেগে ওঠো
বেলা অনেক হয়েছে
দুপুর পেরিয়ে এখন রক্তিম গগণতল,
যদি আজ মচকানো পা দাঁড়াতে না পারে
তবে পৈশন্য সভ্যতার যৌন ক্রূরতায়
শ্মশানের মাদুলিতেই চিরতরে হারিয়ে যাব।

হে ব্যর্থ কলম
আজ তুমি প্লিজ জেগে ওঠো
আমি থমকে নিগূঢ় থাকলেও
সময়ের তরী পাড়ি দিয়ে দিয়েছে ওই দূর দিগন্তরেখায়,
যদি আজও নিকোটিন স্মৃতির নিরেট ভাঙতে না পারি
তবে নিঃস্বার্থ জন্মদাতার কাছে
চির ঋণী রয়েই যাব।

হে ব্যর্থ কলম
আজ তুমি প্লিজ জেগে ওঠো
সেই রুগ্ন ভগ্ন পথের শিশির কবেই শুকিয়ে গিয়েছে,
যদি অঙ্কিত প্রিয় মুখ আজও মুছতে না পারি
তবে সাফল্যের লুকোনো চাবি
ওই বিমর্ষ কুয়াশাতেই অদৃশ্য হয়ে যাবে।

হে ব্যর্থ কলম
আজ তুমি প্লিজ জেগে ওঠো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন