ধূপকাঠি
অভিজিৎ দাসকর্মকার
একটা ধূপকাঠি জ্বালাতেই-
'সবাই জানে তাই কেনে' ক্যাপশনটি পুড়ে গেল।
নতজানু সন্তান শহীদের খুলির সামনে হাত জড়ো করে চিতার কাঠে সাজায় মানুষের জাতীয় কলঙ্ক।
বিভাসরাগ এসরাজে বেজে ওঠে
'করলো দুনিয়া মুঠ্ঠিমে', আর বিবর্তনে আসে দুঃসংবাদ,খবরের কাগজ ভর্তি।
নিরাপদ মাতৃগর্ভে পড়ে আছে শুকনো পাঁজর
ধূপকাঠি পুড়ে যায়,আর
কাক ঠোকরায় পরাশ্রয়ী খাবার...
অভিজিৎ দাসকর্মকার
একটা ধূপকাঠি জ্বালাতেই-
'সবাই জানে তাই কেনে' ক্যাপশনটি পুড়ে গেল।
নতজানু সন্তান শহীদের খুলির সামনে হাত জড়ো করে চিতার কাঠে সাজায় মানুষের জাতীয় কলঙ্ক।
বিভাসরাগ এসরাজে বেজে ওঠে
'করলো দুনিয়া মুঠ্ঠিমে', আর বিবর্তনে আসে দুঃসংবাদ,খবরের কাগজ ভর্তি।
নিরাপদ মাতৃগর্ভে পড়ে আছে শুকনো পাঁজর
ধূপকাঠি পুড়ে যায়,আর
কাক ঠোকরায় পরাশ্রয়ী খাবার...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন