ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

★ *কঠিন সত্যানুভূতি* ★
*পলাশ কুমার ঘোষ*

যদি সত্যি বলে কিছু না থাকতো
তবে সব চাওয়াটা না হতো নৈরাশ্যে গাঁথা,
নীল স্বপ্নগুলি না হতো ধূসর ক্ষয়িষ্ণু পাতা।

যদি সত্যি বলে কিছু না থাকতো
তবে বিঁধতো বুকে যন্ত্রণার কাঁটা,
না থাকতো হৃদয়ে শূণ্যের অাড়ষ্টতা।

যদি সত্যি বলে কিছু না থাকতো
তবে পথ ঘোরা পাগলামী না হতো নিত্য পেশা,
না থাকতো মরীচিকার মহুয়ার  তীব্র নেশা।

যদি সত্যি বলে কিছু না থাকতো
তবে রক্তের সুনামিতে না থাকতো তেজের উৎকর্ষতা,
জীবনের ডায়েরী না হতো চূর্ণাক্ষরে আঁকা।

যদি সত্যি বলে কিছু না থাকতো
তবে বুকের কালশিরায় না লাগতো নির্জনতার ছাপ
না হতো কবিত্তের ভাব,
না নামতো ভাবনায় বিষাদের বৃষ্টি
না থাকতো কলঙ্ক, না থাকতো অভিশাপ।
না হতো বসন্তের সঙ্গে অাড়ি,
না হতো বাস্তবের রুদ্র বাতাসের সঙ্গে আলাপ।
তবে কি হতো যদি সত্যি না থাকতো?
তবে কি লিখতাম-
সত্যের অশ্রু দিয়ে কবিতা?


(নাম: পলাশ কুমার ঘোষ
ঠিকানাঃ বুনিয়াদপুর,দক্ষিণ দিনাজপুর।
পিনঃ ৭৩৩১২১.
মোবাঃ ৭০৭৬৫৯৫০৭৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন