নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ৯ জুলাই, ২০১৮

তোমাকে
অভিজিৎ দাসকর্মকার

অবিভক্ত মেঘ হলুদ শাড়ির ভাঁজে
মেকআপের বনফুল হাতে
খয়েরি দালান কালো জানালা
সামনে পরিযায়ী পানকৌড়ি দল
মিশরীয় সভ্যতার কোমর দোলন
বাসন্তী সকালে

রাস্তায় কিশোর তরুন আজ
পিছনে জাফরানি নেশায়
শব্দে জল তরঙ্গের ঢেউ বয়ে যায়
অনেক বেদ পাঠ হোমথিয়েটারে জ্যাকশন
পথে শুয়ে পড়ে ভালোলাগার
আশমানি কার্পেট তাতে আলতা পায়ের নক্সা

তবুও হেঁটে চলো মানবি গ্রহানু থেকে গ্রহে
কিশোরী থেকে তরুণীর পথে
সংসার বেড়ে যায় বাহুর দূরত্ব মিশে
আটপৌরে বাক্সে...

★জলফড়িং মাসিক ২০জুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন