ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ২৩ জুলাই, ২০১৮

ক্লান্তভাবে
------------------------সুদীপ্ত সেন

গোধূলিত মেঘ গুছিয়ে নামায় জোনাকি গায়ে রাত্রি
আমরা তখন হাঁটছি কেবল ক্লান্ত সহযাত্রি।

দৃশ্যপটে নামিয়ে রাখি সবুজ মেঘের শান্তি
আর গুছিয়ে বলার কারাসাজিতে হচ্ছে
ভুল-ভ্রান্তি।

অবাক তখন হাওয়ার ছলে পাশ কাটিয়ে বলছি
অনেকটা ঠিক তোমার মতো জলের কাছে শুনছি।

গাছের গায়ে মৃত্যু বাঁধা আর অনেকটা প্রায় জ্যান্ত
তোমার কথায় রাত্রি আসে জোনাকি ঠিক জানতো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন