।।শৈশবের হাতছানি।।
জীবন এখন বিলাস বহুল বেশ
শৈশবটা হাতছানি দেয় খুবই,
ওপরে আমার বিলাসিতার মলাট
এখন জীবন মিথ্যে জানি সবই।
এখন আমি জীবন দেখি টাকায়
সব কিছুকেই কিনতে পারি যেন,
তবুও আমি অলীক স্বপ্নে ভাসি
শৈশবটা ফিরে পায়না কেন?
জীবন যদি শৈশব দেয় ফিরে,
বিলাসিতাকেও দান করতে পারি,
আমার শুধু শৈশব চায় এখন
আমি এখন শৈশব ভিখারি।
চঞ্চল ভট্টাচার্য্য
জীবন এখন বিলাস বহুল বেশ
শৈশবটা হাতছানি দেয় খুবই,
ওপরে আমার বিলাসিতার মলাট
এখন জীবন মিথ্যে জানি সবই।
এখন আমি জীবন দেখি টাকায়
সব কিছুকেই কিনতে পারি যেন,
তবুও আমি অলীক স্বপ্নে ভাসি
শৈশবটা ফিরে পায়না কেন?
জীবন যদি শৈশব দেয় ফিরে,
বিলাসিতাকেও দান করতে পারি,
আমার শুধু শৈশব চায় এখন
আমি এখন শৈশব ভিখারি।
চঞ্চল ভট্টাচার্য্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন