ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

*বৃষ্টি ভেজা বিকেল*

বৃষ্টি আছে বলেই প্রেম আছে
আজও মন ভেজে বিন্দু বিন্দু জল রাশিতে।।
টিনের চালের আওয়াজটাও আজ মিষ্টি লাগে
তার মিল খুঁজে পাই হ্যামিলিনের বাঁশিতে।।

হঠাৎ বৃষ্টিতে বিকেলে ভেজে, প্রেম জাগে
মনে পড়ে বৃষ্টি ভেজা কলেজ থেকে ফেরা।।
আমাদের ছোয়ার আশায় বুক বেঁধেছে বৃষ্টিফোটা
সমগ্র আকাশ যখন কালো মেঘে ঘেরা।।

দুষ্টু মেঘের বকুনিতে তুমি মুখ লুকাও আমার বুকে
দুটি হৃদয়ে এক হয়ে ভেসে যায় দূরের দিগন্তে।।
পৃথিবী ছাড়িয়ে গেছি কবেই আমরা
বৃষ্টিও ছেড়ে গেছে আমাদের একান্তে।।

বাতাসের সাথে দ্বন্দ্বে হেরে পৃথিবী ছেড়েছে বৃষ্টি
তরুণ কবির কলম ধরেই আজ বহু কবিতার সৃষ্টি।।


 _জাহাঙ্গীর হোসেন_

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন