ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

"দু'মুঠো কবিতা"

চঞ্চল ভট্টাচার্য্য

আমার দু'মুঠো কবিতা আমি তোমায় দেবো বলে,
 এক মুঠো শ্বাস নিয়ে আমি ঘুরে দাঁড়াবো আবার,
মেঘেদের কাছে তুমি নালিশ জানাবে জানি,
বৃষ্টি নামাবে অঝর ধারায়,
আমার কবিতার খাতা ভেজে ভিজুক,
তবুও জলের ঝাপটায় আমার নিভৃত চোখ বারে বারে রুদ্ধতা ভাঙ্গতে চায়বে,
শুধু তোমায় দু'মুঠো কবিতা দেবো বলে।

আমার কবিতা তোমায় দেবো অঞ্জলি,
তুমি হয়তো কবিতা পড়বে ঠিকই,
ছুঁড়ে ফেলবে লেখককে,
কবিতা হয়তো তোমার মনে জ্বলবে প্রদীপ হয়ে,
লেখক না হয় প্রদীপের তলে থাকবে তিমির মেখে,
তবে তুমি জেনো,
প্রদীপের তল যতই হোক না
তিমিরময়(অন্ধকার),
সে কালিমা কিন্তু প্রদীপ ছেড়ে যায় না অনেক দূরে,
সে তো প্রদীপেরই থাকে।

তাইতো তোমায় দু'মুঠো কবিতা দেবই আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন