ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২২ জুলাই, ২০১৮

সমাজতাণ্ডব - - -

সদ্যোজাতদের দেখেছিলাম চাপা ঝলসানো চেহারা....
শান্তির প্রতীক ছিল সেই   উড়ন্ত সাদা পায়রাটা...
কোণায় কোণায় পড়েছিলো বুদ্ধিজিবীদের লাশ...
বেবিলন,, নদীর পাড়ে ছিল সেই ভাড়াটে জল্লাদ গুলোর বাস...
মানুষগুলো তাই ভুগছে দূর্গতি..
কবে হবে দেশ মায়ের সৎগতি...
লাশ পড়লেও বন্ধ ছিল না গুলিযুদ্ধ...
ধুতরা ফুলের মতোন বিষিয়ে ছড়িয়েছিলো তাদের আধিপত্য..
ঘটেছিল কালজয়ী দেশটার অকালবোধন
আসতে আসতে হচ্ছিল তখন সহিষ্নুতার শোষণ
অবশেষে হয়েছিলো ভিক্ষাজীবি.
তখন একটু হলেও জেগেছিল নির্বাক পৃথিবী...

অদিতি চক্রবর্তী - - - -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন