১৪) বৃষ্টির মরসুমে
---সুদীপ্ত সেন
জল ভিজে গেছে । ভিজে গেছে জানালার ধুলো
বর্ষা তো একা আসেনা, জমে থাকে অভিমান গুলো।
তুমি ছিলে সেই, ছিল ওপারের ব্যালকনি,
তুমি দেখে গেলে জল, আমি চোখের তাকানো গুনি।
আঁচল তো ভিজে গেছে, ভিজে গেছে বৃষ্টির ফোটায়,
চোখ থেকে গেছে শুধু ওই অচেনা দু'জনে ছাতায় ।
তুমি আসবে বলেছিলে, বলেছিলে তো, নিদারুণ সহযোগে।
তানপুরা তারে ঝুল জমে আছে, ওঘরে ঠাম্মা রোগে।
তুমি আসবে না জানি, আর সুর গুলো ছিল জমে,
এখনও নুপূর সাজানো আছে বৃষ্টির মরসুমে!
💐💐-------- -----💐💐
---সুদীপ্ত সেন
জল ভিজে গেছে । ভিজে গেছে জানালার ধুলো
বর্ষা তো একা আসেনা, জমে থাকে অভিমান গুলো।
তুমি ছিলে সেই, ছিল ওপারের ব্যালকনি,
তুমি দেখে গেলে জল, আমি চোখের তাকানো গুনি।
আঁচল তো ভিজে গেছে, ভিজে গেছে বৃষ্টির ফোটায়,
চোখ থেকে গেছে শুধু ওই অচেনা দু'জনে ছাতায় ।
তুমি আসবে বলেছিলে, বলেছিলে তো, নিদারুণ সহযোগে।
তানপুরা তারে ঝুল জমে আছে, ওঘরে ঠাম্মা রোগে।
তুমি আসবে না জানি, আর সুর গুলো ছিল জমে,
এখনও নুপূর সাজানো আছে বৃষ্টির মরসুমে!
💐💐-------- -----💐💐
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন