কবিতাঃ 'জীবন ঘুড়ি'
আমার ঘুড়ি আকাশ ছুঁতে চায়,
তোমার ঘুড়ির সঙ্গ যদি পায়,
তোমার ঘুড়ির মাঞ্জা সুতোর ধার
আমার ঘুড়ির মাঞ্জা সুতো নাই।
আমার এই দরিদ্র ঘুড়ির লাটাই
শক্ত সে নয়,বড্ড সহজ সরল,
অমৃত ভেবে পান করতেও পারে
তোমার ঘুড়ির মারাত্মক সেই গরল।
আমার ঘুড়ি পুড়তেও রাজি আছে
তোমার ঘুড়ির একটু আগুন দাও,
তোমার ঘুড়ির আঁচে আমার ঘুড়ি
জ্বলুক আগুন জ্বলুক দাউ দাউ।
হয়তো তোমার মাঞ্জা সুতোর ধারে
আমার ঘুড়ি ছিন্নভিন্ন হবে,
তবুও তোমার সঙ্গ চায় মোর ঘুড়ি
মিশতে চায় তোমার ঘুড়ির অনুভবে।
তোমার ঘুড়ি বিলাস বহুল বড়
আমার ঘুড়ি ফুটপাতে-তে আজও,
আমার ঘুড়ির ধূলোমাখা শরীর
তোমার ঘুড়ি, যেমন খুশি সাজো।
তোমার-আমার শেষ করো আজ এবার
একটাই ঘুড়ি উড়ুক আকাশে,
সুখগুলো আজ করতে হবে আপন
দুঃখ গুলো হোক না ফ্যাকাসে।
চঞ্চল ভট্টাচার্য্য
আমার ঘুড়ি আকাশ ছুঁতে চায়,
তোমার ঘুড়ির সঙ্গ যদি পায়,
তোমার ঘুড়ির মাঞ্জা সুতোর ধার
আমার ঘুড়ির মাঞ্জা সুতো নাই।
আমার এই দরিদ্র ঘুড়ির লাটাই
শক্ত সে নয়,বড্ড সহজ সরল,
অমৃত ভেবে পান করতেও পারে
তোমার ঘুড়ির মারাত্মক সেই গরল।
আমার ঘুড়ি পুড়তেও রাজি আছে
তোমার ঘুড়ির একটু আগুন দাও,
তোমার ঘুড়ির আঁচে আমার ঘুড়ি
জ্বলুক আগুন জ্বলুক দাউ দাউ।
হয়তো তোমার মাঞ্জা সুতোর ধারে
আমার ঘুড়ি ছিন্নভিন্ন হবে,
তবুও তোমার সঙ্গ চায় মোর ঘুড়ি
মিশতে চায় তোমার ঘুড়ির অনুভবে।
তোমার ঘুড়ি বিলাস বহুল বড়
আমার ঘুড়ি ফুটপাতে-তে আজও,
আমার ঘুড়ির ধূলোমাখা শরীর
তোমার ঘুড়ি, যেমন খুশি সাজো।
তোমার-আমার শেষ করো আজ এবার
একটাই ঘুড়ি উড়ুক আকাশে,
সুখগুলো আজ করতে হবে আপন
দুঃখ গুলো হোক না ফ্যাকাসে।
চঞ্চল ভট্টাচার্য্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন