১৩) প্রতীক্ষা
---অনিক দে (নবম শ্রেণী)
গ্রীষ্মের প্রবল দাবদহ
তোমাকে খুঁজছে,
ব্যাঙেদের ডাক মেঘেদর ডাক
দিয়েছে আগমন বার্তা।
খিঁচুড়ি,চাটনি,পাঁপড়,ইলিশ সবই তৈরি,
শিশুরাও মন দিয়েছে কাগজে
তুমি এলেই দুলে দুলে
চলতে থাকবে তারা।
ঝিরি ঝিরি রব হয়তো
একটা চিঠি পাঠিয়েছে,
কিন্তু তুমি ফেরোনি
তোমার নিজ ভঙ্গিতে।
চলে এসো না বর্ষা
সকলেই যে প্রস্তুত,
শুধু প্রহর গুনছে
তোমার আশার প্রতীক্ষায়।
💐💐------------💐💐
---অনিক দে (নবম শ্রেণী)
গ্রীষ্মের প্রবল দাবদহ
তোমাকে খুঁজছে,
ব্যাঙেদের ডাক মেঘেদর ডাক
দিয়েছে আগমন বার্তা।
খিঁচুড়ি,চাটনি,পাঁপড়,ইলিশ সবই তৈরি,
শিশুরাও মন দিয়েছে কাগজে
তুমি এলেই দুলে দুলে
চলতে থাকবে তারা।
ঝিরি ঝিরি রব হয়তো
একটা চিঠি পাঠিয়েছে,
কিন্তু তুমি ফেরোনি
তোমার নিজ ভঙ্গিতে।
চলে এসো না বর্ষা
সকলেই যে প্রস্তুত,
শুধু প্রহর গুনছে
তোমার আশার প্রতীক্ষায়।
💐💐------------💐💐
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন