আলো আঁধার
শ্রী আশীষ মুখোপাধ্যায় ।
আলো নিভে গেলে
চিন্তা স্তুপ হয় ,
মনে জগদ্দল ভার
অনন্তের রাত্রি ।
বুনো ভাবনার লতাপাতা
লজ্জা হীনা লাঞ্ছনায় চুপচাপ,।
জীবনের স্পন্দন
বিষাদের নালায় কাতরায়
ভুবুক্ষা আর পিপাসা
আলো চায় আলো চায় ,
আলো যখন কালোর গর্ভ ছিঁড়ে আসে , ভাবনার লতাপাতা
স্বপ্নের পল্লবে মঞ্জরিত হয় ।
--------- সমাপ্ত ----------
শ্রী আশীষ মুখোপাধ্যায় ।
আলো নিভে গেলে
চিন্তা স্তুপ হয় ,
মনে জগদ্দল ভার
অনন্তের রাত্রি ।
বুনো ভাবনার লতাপাতা
লজ্জা হীনা লাঞ্ছনায় চুপচাপ,।
জীবনের স্পন্দন
বিষাদের নালায় কাতরায়
ভুবুক্ষা আর পিপাসা
আলো চায় আলো চায় ,
আলো যখন কালোর গর্ভ ছিঁড়ে আসে , ভাবনার লতাপাতা
স্বপ্নের পল্লবে মঞ্জরিত হয় ।
--------- সমাপ্ত ----------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন