ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২৫ জুলাই, ২০১৮

রথের দিন সকালে মুখোমুখি কবি আশীষ মুখার্জী ও 'জলফড়িং' টিম
-------------★------------★--------------
                   🙏🌹🙏

        

-- জলফড়িং ওয়েব ম্যাগের পক্ষ থেকে আপনাকে জানাই নমস্কার এবং রথের দিনের শুভেচ্ছা।

কবি == শুভেচ্ছা, আশীর্বাদ

                      ★প্রশ্নাবলী★

১)  কবি আশীষ মুখার্জী নাকি আশীষ! কিভাবে চেনে তোমার শহর নলহাটি?
== এখানে আশীষ অনেকেই আছেন, তাই কবি আশীষ মুখার্জী হিসেবেই চেনে।

২)  মূলত গল্প নাকি সব ধরনের লেখা লিখতে ভালোবাসেন?
== সবই... গল্প, কবিতা, উপন্যাস, রম্যরচনা, ছড়া...

৩)  "পদক্ষেপ" লিটিল ম্যাগাজিন ও "নক্ষত্র" পত্রিকার সম্পাদক হিসেবে নিজের কাছে নিজের অবদান কতটা?
== আমি নিবেদিত প্রাণ। অবদান বলতে মূলত এটাই। তাছাড়া বার্ধক্য ভাতা থেকে এই পত্রিকা।

৪)  কবি আশীষ মুখার্জী নাকি ব্যক্তি আশীষ মুখার্জী.. নিজের কোনটা ভালো লাগে?
== আমি আশীষ মুখার্জী হিসেবেই ভালো থাকি। কবি তো অন্য লোকেরা(পাঠক) বলবে।

৫)  প্রকাশিত আপনার লেখা কোনো বই? কোনো পুরস্কার?
== 'মাদল' কাব্যগ্রন্থ(জানুয়ারি, ২০১৭), ভাবনা দপ্তর থেকে প্রকাশিত হয়।
      আর পুরস্কার বলতে সম্বর্ধনা। রুপম(মাশড়া), অর্পণ(নলহাটি)।

৬)  লেখার শুরুটা ঠিক কখন? প্রথম লেখা গল্প নাকি কবিতা?
== পঞ্চম/ষষ্ঠ শ্রেণীতে (স্কুল জীবন)
ম্যাগাজিনে
জীবনের প্রথম ছড়া। ( চুরি বিষয়ক ( মজা করেই লিখে ছিলাম)

৭)  যদি বলি লিটিল ম্যাগাজিন আপনাকে কী দিয়েছে? তাহলে কী বলবেন?
== অনেক সঙ্গী, প্রতিভার (যারা সম্পদ হতে পারে) সন্ধান দিয়েছে....."আজকের যে চারা আগামী দিনে যে মহীরুহ হবেনা! একথা কেউ বলতে পারেনা।"

৮)  জীবনানন্দের কবিতা নাকি সুনীল গঙ্গোপাধ্যায় ভালো লাগে?
== সুনীল আমি পড়নি

৯)  সবাই বলে আধুনিকতার শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার চোখে ঠিক কতটা আধুনিক?
== রবীন্দ্রনাথ চিরকালীন আধুনিক। হাজার বছরেও উনি আধুনিক থাকবেন।

১০)  আজকের দিনে অন্তমিলের একটি বিশাল চাহিদা আছে... আপনার কী মনে হয়?

== বিশ্বাস করি,ভালো লাগে

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
               আশীষের সাফকথা



"স্তাবকতায় বিশ্বাস করিনা, স্তাবকতা করিনি করবও না"

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦



১১)  অনেকেই বলেন কবিতার কোনো সংজ্ঞা হয়না। আপনার এ বিষয়ে মত কী?
== অবশ্যই কবিতার সংজ্ঞা আছে। কবিতা একটি বার্তা।

১২)  এই লেখালেখির জগতে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে?
== আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই।

১৩)  আজকের যুব সমাজ যারা লিখছে তাদের প্রতি আপনার বার্তা কী?
== এগিয়ে চল , এগিয়ে চল, এগিয়ে চল....

এছাড়া দ্বিতীয় কোনো কথা নেই।

১৪)  নতুন কিছু পদক্ষেপ আছে?
== দুইখানা বই একসাথে প্রকাশের চিন্তা-ভাবনা চলছে। একটি উপন্যাস ও একটি কবিতা সংকলন (১৫০ কবিতা)।

১৫)  সমাজকে কিভাবে দেখতে চান?
== সমাজ আমার পরিবার। আমি মানুষের প্রতিনিধি।


                   ★আশীষের স্বাদ★

১)  প্রিয় রঙ : সাদা।
২) প্রিয় খাবার : এলার্জি নেই, যা পাই তাই খাই ( নিরামিষ খাবার খাই )।
৩) প্রিয় ঋতু : কবির কাছে সব ঋতুই প্রিয়।
৪) এই বয়সে দুর্গাপুজো : আর ভালো লাগেনা।
৫) প্রিয় কবি : রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত.....
৬) প্রিয় কবিতা : একবাক্যে "বিদ্রোহী"।
৭) নিজের প্রিয়/সেরা লেখা : প্রথম উপন্যাস 'ভোরের পাখি' (অপ্রকাশিত)।
৮) বর্ষায় ভিজে যেতে মন করে আর :  অত শখ নাই (সাবধানের মার নাই, যত পারি সাবধানে থাকি)।
৯) প্রিয় পোশাক : পাঞ্জাবি, পাজামা।
১০) আপনার চোখে নজরুল ইসলাম : বলেই দিয়েছি 'বিদ্রোহী'....আর কোনো কথা নাই।

                       ধন্যবাদ
                          🙏

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন