____উপত্যকার আড়ালে
সুনন্দ মন্ডল
তোমার জন্য সবই সকাল
রাত যেন না আসে।
রাত এলেও গভীর চমক
জোছনা ভরা সাথে।
রিক্ত পুরুষ আমি এখন
হাজার জনের মাঝে।
মনের সুখে বাঁধ ভাঙব
তবুও তোমার লাজে।
রাতের কিরণ সকাল মাখে
দিগন্ত সমাপনের সূচি।
হাত ডুবিয়ে মিষ্টি খাব
সাথে ডজন খানেক লুচি।
লীলার মাঝে গড়িয়ে নেব
তোমার উপত্যকা।
পর্বত ভেঙে অমর কথা
আনবে মালভূমির রেখা।
তুমি যদিও অন্যের জানি
নিলাম হওয়া অন্যায়।
তাইতো মনকে অনেক কষ্টে
ভালো মন্দ বোঝাই।
-----------
কাঠিয়া, মুরারই, বীরভূম
সুনন্দ মন্ডল
তোমার জন্য সবই সকাল
রাত যেন না আসে।
রাত এলেও গভীর চমক
জোছনা ভরা সাথে।
রিক্ত পুরুষ আমি এখন
হাজার জনের মাঝে।
মনের সুখে বাঁধ ভাঙব
তবুও তোমার লাজে।
রাতের কিরণ সকাল মাখে
দিগন্ত সমাপনের সূচি।
হাত ডুবিয়ে মিষ্টি খাব
সাথে ডজন খানেক লুচি।
লীলার মাঝে গড়িয়ে নেব
তোমার উপত্যকা।
পর্বত ভেঙে অমর কথা
আনবে মালভূমির রেখা।
তুমি যদিও অন্যের জানি
নিলাম হওয়া অন্যায়।
তাইতো মনকে অনেক কষ্টে
ভালো মন্দ বোঝাই।
-----------
কাঠিয়া, মুরারই, বীরভূম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন