নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

জীবন হারিয়ে যায় নতুন জীবনের চোরাস্রোতে!
সেখানে মহাজীবনের দৌরাত্ম---
কান খাড়া করে থাকে বসন্তবাতাস, ফুলের সুবাস।
ওরাও লক্ষকুঁড়ি ফুটিয়ে আবার ঝরে যায় বেলাশেষে!

আগুনকাব্যে যতটা মেঘ, তার চেয়ে জলে টইটম্বুর
বাতাসের তীব্রতা গান হয়ে বেজে ওঠে আপনার একান্তে!
দীপশিখা, কালাঞ্জলির ঢেউ তুলে নেচে যায় একাকী।

পথিক হতে চেয়েছি বলেই পথকে করেছি আপন
সেখানে যাতাযাতের বেলায় ঘূর্ণিবত আয়োজনে মুখর!
সময়ের প্রতিলিপি কখনো কখনো দুঃসময়ের গান হয়
তারই সাথে নিত্য উঠাবসা, কড়াকড়ি আর কাড়াকাড়ি!
আমি কলের পুতুল হয়ে শতরঞ্জিতে ডুবিয়ে দেই প্রেম!
তারপর এক'পা দু'পা করে
কেবলি এগিয়ে যাই সম্মুখ সমরে!
ফের যদি আসি কোনদিন একান্তে,
জীবনজয়ের নামতা মুখস্ত করে ফিরব আবার।
সেটাই হবে হয়ত সময়ের প্রত্যাবর্তন.....

প্রত্যাবর্তন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন