৪) মিষ্টি বৃষ্টি
---রমলা মুখার্জি
ধুৎ তেরি, অঝর ধারায়
হঠাৎ এল বৃষ্টি....
কি করি এখন, কোথায় যাই
একি অনাসৃষ্টি।
অগত্যা একটু দাঁড়াই
ঐ পাশের দোকানে-
কত টুকরো কথা আসছে
ভেসে দু কানে।
বড় চেনা একটা আওয়াজ
যেন কানে আসে......
চকিতে আমি তাকাই
এ পাশ ও পাশে।
ওকে দেখেই হৃদয়-মাঝে
লাগল খুশির দোল-
স্নায়ু-স্পন্দনে বয়ে গেল
আনন্দের হিল্লোল।
ও বললে বৃষ্টি থামতে
হবে হয় তো দেরী-
চল আজ আমরা দুজন
অকাজেতেই ঘুরি।
বৃষ্টি তুমি বড় মিষ্টি
ওকে দিলে এনে-
টিপ্ টিপ্ পড়বে যখন
ভিজবো দুজনে।
💐💐-------------💐💐
---রমলা মুখার্জি
ধুৎ তেরি, অঝর ধারায়
হঠাৎ এল বৃষ্টি....
কি করি এখন, কোথায় যাই
একি অনাসৃষ্টি।
অগত্যা একটু দাঁড়াই
ঐ পাশের দোকানে-
কত টুকরো কথা আসছে
ভেসে দু কানে।
বড় চেনা একটা আওয়াজ
যেন কানে আসে......
চকিতে আমি তাকাই
এ পাশ ও পাশে।
ওকে দেখেই হৃদয়-মাঝে
লাগল খুশির দোল-
স্নায়ু-স্পন্দনে বয়ে গেল
আনন্দের হিল্লোল।
ও বললে বৃষ্টি থামতে
হবে হয় তো দেরী-
চল আজ আমরা দুজন
অকাজেতেই ঘুরি।
বৃষ্টি তুমি বড় মিষ্টি
ওকে দিলে এনে-
টিপ্ টিপ্ পড়বে যখন
ভিজবো দুজনে।
💐💐-------------💐💐
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন