১৬) ছড়াক্কা ১
---তরুনার্ক লাহা
--------------
মেঘ চলেছে মেঘের দেশে সঙ্গে মেঘের ছানা
ডাকছে তারা গুড় গুড় গুড়
বাড়িয়ে তাদের লম্বা যে শুঁড়
মেঘ ছানারা সামনে ছোটে
জলের কণা খাচ্ছে খুঁটে
সূর্য কোথায় মুখ লুকিয়ে নেই তো কারোর জানা।
***
ছড়াক্কা ২
-------------
কোথায় ছিল মেঘ ছানারা হাজির আকাশ জুড়ে
দেখতে যেন দামাল হাতি
ধীর কখনো তীব্র গতি
জলের বোঝা তাদের পিঠে
ঢালবে যে জল মাঠে ঘাটে
সেই খুশীতে চাষীরা সব লাঙ্গল দিল জুড়ে ।
💐**----------------**💐
---তরুনার্ক লাহা
--------------
মেঘ চলেছে মেঘের দেশে সঙ্গে মেঘের ছানা
ডাকছে তারা গুড় গুড় গুড়
বাড়িয়ে তাদের লম্বা যে শুঁড়
মেঘ ছানারা সামনে ছোটে
জলের কণা খাচ্ছে খুঁটে
সূর্য কোথায় মুখ লুকিয়ে নেই তো কারোর জানা।
***
ছড়াক্কা ২
-------------
কোথায় ছিল মেঘ ছানারা হাজির আকাশ জুড়ে
দেখতে যেন দামাল হাতি
ধীর কখনো তীব্র গতি
জলের বোঝা তাদের পিঠে
ঢালবে যে জল মাঠে ঘাটে
সেই খুশীতে চাষীরা সব লাঙ্গল দিল জুড়ে ।
💐**----------------**💐
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন