প্রিন্স অফ কলকাতা
-শ্রেয়া স্বপ্ননীল মুখার্জী
জন্ম তার বেহালায়
তাকে সবাই বলে বাংলার গৌরব
মানুষটি কি শুধু বাংলার গৌরব হতে পারে?
সে তো ভারতেরও গৌরব।
সে কি এতোই নগন্য যে বাংলা ও ভারতে আবদ্ধ থাকবে!
তার প্রতিভা আমরা দেখেছি অ্যাঙ্কার হিসেবে, কমেন্ট্রি বক্সে কমেন্টারস হিসেবে
একে যদি বলি সৌরমন্ডল বা বিশ্বব্রহ্মাণ্ডের গৌরব
সবাই ভাবছে কে আমি তাকে কেন এতো বড় উপাধি দিচ্ছি?
কারন সে তো আমাদের দাদা
প্রিন্স অফ কলকাতা
লডর্সের মাঠে জামা উড়িয়ে দাদাগিরি করা দাদা
সে হল তোমার আমার গর্ব
তোমার আমার গৌরব
দাদা সৌরভ।।
-শ্রেয়া স্বপ্ননীল মুখার্জী
জন্ম তার বেহালায়
তাকে সবাই বলে বাংলার গৌরব
মানুষটি কি শুধু বাংলার গৌরব হতে পারে?
সে তো ভারতেরও গৌরব।
সে কি এতোই নগন্য যে বাংলা ও ভারতে আবদ্ধ থাকবে!
তার প্রতিভা আমরা দেখেছি অ্যাঙ্কার হিসেবে, কমেন্ট্রি বক্সে কমেন্টারস হিসেবে
একে যদি বলি সৌরমন্ডল বা বিশ্বব্রহ্মাণ্ডের গৌরব
সবাই ভাবছে কে আমি তাকে কেন এতো বড় উপাধি দিচ্ছি?
কারন সে তো আমাদের দাদা
প্রিন্স অফ কলকাতা
লডর্সের মাঠে জামা উড়িয়ে দাদাগিরি করা দাদা
সে হল তোমার আমার গর্ব
তোমার আমার গৌরব
দাদা সৌরভ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন