====#অনুভূতি=====
=====#বীথিকা=====
যেদিন বুকের মধ্যে জাঁকড়ে ধরে শুধুই তোমার স্মৃতি,
নয়ন ধারায় সিক্ত যখন পল অনুপল,
আবেগী মন তোমায় পেতে বড়ই উচ্ছ্বাল।
যেদিন হারিয়ে গেছি ভাবতে গিয়ে তোমার হয়েছে ইতি,
ঘরটি আমার হয়নি মাতাল তুমি তুমি গন্ধে,
পর্দাগুলো নাচে না আর তোমার চলার ছন্দে।
যেদিন সবথেকে ও নিঃস্ব আমি শুধু তোমার নিঃসঙ্গতায়,
পাশবালিশ ও বিমুখ যেন, দেয় না আমার সাথ,
আমি নেশার ঘোরে খুঁজে ফিরি পরিচিত সেই হাত,
হাতরে বেড়ায় তোমার স্মৃতি নির্ঘুম এক রাত,
-------------সেদিনও বেদনার অনুভূতি।।
অনুভবে আজ নতুন অনুভূতি-----
যখন দিনের শেষে ক্লান্ত সূর্য অস্তাচলে প্রায়,
রাখাল বালক গাভীরে বলে ঘরের দিকে চল,
দেখেছি আজ তখন আমি, পাথরের চোখে জল,
যখন মায়াবী চলে নিঃসঙ্গতায় বেদনার অনুভূতি,
আমিত্ত্ব সব খেই হারিয়ে একাকিত্বে জব্দ,
শুনেছি আজ তখন আমি,স্বপ্ন ভাঙ্গার শব্দ।
যখন গভীর রাতে ঘুমন্ত সব, আর নিশাচর পাহারায়,
ঝিল্লিমুখর ঝিঁঝিঁপোকারে কেউ দেয় না সাথ,
দেখেছি আজ তখন আমি, নিরবে কাঁদে রাত।
---------সত্যিই এক নতুন অনুভূতি।
=====#বীথিকা=====
যেদিন বুকের মধ্যে জাঁকড়ে ধরে শুধুই তোমার স্মৃতি,
নয়ন ধারায় সিক্ত যখন পল অনুপল,
আবেগী মন তোমায় পেতে বড়ই উচ্ছ্বাল।
যেদিন হারিয়ে গেছি ভাবতে গিয়ে তোমার হয়েছে ইতি,
ঘরটি আমার হয়নি মাতাল তুমি তুমি গন্ধে,
পর্দাগুলো নাচে না আর তোমার চলার ছন্দে।
যেদিন সবথেকে ও নিঃস্ব আমি শুধু তোমার নিঃসঙ্গতায়,
পাশবালিশ ও বিমুখ যেন, দেয় না আমার সাথ,
আমি নেশার ঘোরে খুঁজে ফিরি পরিচিত সেই হাত,
হাতরে বেড়ায় তোমার স্মৃতি নির্ঘুম এক রাত,
-------------সেদিনও বেদনার অনুভূতি।।
অনুভবে আজ নতুন অনুভূতি-----
যখন দিনের শেষে ক্লান্ত সূর্য অস্তাচলে প্রায়,
রাখাল বালক গাভীরে বলে ঘরের দিকে চল,
দেখেছি আজ তখন আমি, পাথরের চোখে জল,
যখন মায়াবী চলে নিঃসঙ্গতায় বেদনার অনুভূতি,
আমিত্ত্ব সব খেই হারিয়ে একাকিত্বে জব্দ,
শুনেছি আজ তখন আমি,স্বপ্ন ভাঙ্গার শব্দ।
যখন গভীর রাতে ঘুমন্ত সব, আর নিশাচর পাহারায়,
ঝিল্লিমুখর ঝিঁঝিঁপোকারে কেউ দেয় না সাথ,
দেখেছি আজ তখন আমি, নিরবে কাঁদে রাত।
---------সত্যিই এক নতুন অনুভূতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন