ফুল
সুমিত বিশ্বাস
অনেক ফুল ফোটে
ভ্রমর তাতে জোটে।
সবাই কি পাই
মায়ের চরণে ঠাঁই।
যার ভাগ্যে রয়
সেই তো ভাগ্যবতি হয়।
ইশ্বরের ছোঁয়া পেতে
ফুল ফোটে পৃথিবীতে।
কেউবা ধুলায়
কেউবা পূজার থালায়।
কেউবা গাঁথা মালা
কেউবা খায় পায়ের দলা।
এইতো ফুলের জীবন
কি করবে বেচারা ভুবন।
তার বুকে ফুটিয়ে তারে
যন্ত্রণা পাই যদি কেউ রে।
তাই বলি ওরে ফুল
করিসনা তুই ভুল।
ফোটার মতো ফোট
পূজার থালায় জোট
সুমিত বিশ্বাস
অনেক ফুল ফোটে
ভ্রমর তাতে জোটে।
সবাই কি পাই
মায়ের চরণে ঠাঁই।
যার ভাগ্যে রয়
সেই তো ভাগ্যবতি হয়।
ইশ্বরের ছোঁয়া পেতে
ফুল ফোটে পৃথিবীতে।
কেউবা ধুলায়
কেউবা পূজার থালায়।
কেউবা গাঁথা মালা
কেউবা খায় পায়ের দলা।
এইতো ফুলের জীবন
কি করবে বেচারা ভুবন।
তার বুকে ফুটিয়ে তারে
যন্ত্রণা পাই যদি কেউ রে।
তাই বলি ওরে ফুল
করিসনা তুই ভুল।
ফোটার মতো ফোট
পূজার থালায় জোট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন