ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২১ জুলাই, ২০১৮

কবিতাঃ- "কবিতার জন্ম"
২১.০৭.২০১৮

আমার কবিতা শিরায় শিরায়
অলিন্দ নিলয় জুড়ে,
 ধমনীর ভিতর দিয়ে হৃদয় ফুঁড়ে বেরিয়ে আসে,
ক্ষনিক বিষাক্ত নিশ্বাস ছুঁড়ে, শুদ্ধ প্রশ্বাসের রকমারি স্বাদে নিমগ্ন হয়ে,
 কলমের শিষে কালি ফুরানোর প্রাক মুহূর্তে আমার কবিতারা বাঁক নেয় সূর্যাস্তের গোধূলি বেলায় সন্ধ্যা নামার আগে।

আমার কবিতা সন্ধ্যাতারার ঝকমকিতে চাঁদের গায়ে পাহাড় ভেঙ্গে,
রাত্রি নামলে আবির মেখে,
আধুনিকতার একতারাতে সুর মিলিয়ে,
নৌকা-নদীর প্রেমালাপে মাতাল হয়ে দৃষ্টি ঘোরায় নদীর  বাঁকে,
কলম তখন ব্যস্ত লিখতে সেই কবিতা।

আমার কবিতা নিকষ কালো রাত্রিতে,
সজাগ চোখেও কালো দেখি অন্ধকারে,
কলম খুঁজি,
কবিতারা ছটফট করে প্রকাশ পাবার কল্পে,
আমিও তখন কবিতাদের জন্ম দিই বেশি না,
অল্পে স্বল্পে।
        চঞ্চল ভট্টাচার্য্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন