জীবন কেবলি ধোঁয়া হয়ে উড়ে যায়,
কিছুটা বাতাস বয়ে অগণিত সময়ের হাত ধরে!
কিংবা নক্ষত্রের আলো হয়ে চুপিসারে
একাকী হারায় কোন একদিন -
কৃষ্ণগহ্বরে!
উদাসী মেঘেরা শুষে নেয় মৃত্যুঞ্জয়ী সময়!
এখানে আমিত্বের মূল্য নেই -
জীবন কেবল জীবনের পথে হাঁটে একা।
মেঘ এঁকে দেয় পাহাড়!
জীবন এঁকে দেয় সময়ের পাণ্ডুলিপি।
দাসত্বের মুক্তি বুঝি এখানেই গড়াগড়ি খায়,
তবুও আধারের জোনাকি স্বপ্ন জাগিয়ে চলে।
ধ্বংসের আবর্তন ।
অয়ন কর্মকার
কিছুটা বাতাস বয়ে অগণিত সময়ের হাত ধরে!
কিংবা নক্ষত্রের আলো হয়ে চুপিসারে
একাকী হারায় কোন একদিন -
কৃষ্ণগহ্বরে!
উদাসী মেঘেরা শুষে নেয় মৃত্যুঞ্জয়ী সময়!
এখানে আমিত্বের মূল্য নেই -
জীবন কেবল জীবনের পথে হাঁটে একা।
মেঘ এঁকে দেয় পাহাড়!
জীবন এঁকে দেয় সময়ের পাণ্ডুলিপি।
দাসত্বের মুক্তি বুঝি এখানেই গড়াগড়ি খায়,
তবুও আধারের জোনাকি স্বপ্ন জাগিয়ে চলে।
ধ্বংসের আবর্তন ।
অয়ন কর্মকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন