"অবস্থান"
স্নেহা সরকার।
আজ ওদের হাল বদলের পালা,
নিথর শরীর হচ্ছে কুপকাত।
সত্যি বলতে আমিও ওদেরই মতো,
মানুষ তো তাই একই পরিমাপ।।
ওরাও যেমন বৃষ্টি ভেজার দিনে,
প্রেমিক সেজে মায়ের ছোট্ট খোকা,
চিলেকোঠার দরজা গুলো চেপে,
ফুপিয়ে কাঁদে?এক্কেবারেই বোকা,,
ওর মনেতেও পাথর চাপায় রোঁদ,
হোক না কিশর শরীর টা পিলপিলে।
আবেগ গুলো পিষিয়ে রাখা যায়?
ভেবে দেখো তুমিও ওমন ছিলে।
পথের পাশে ওই যে দেখো কাব্যি করা মেয়ে,
শব্দ সাজায় কষ্ট গুলো নিয়ে,
ওই মেয়েটাও বিরহে ডুবে বাঁচে।
মিথ্যে ঢাকে অপেক্ষাদের দিয়ে।
তবুও পাহাড় খরস্রোতার কাছে।
ঝড়ো হাওয়ায় পাতারা নির্ভিক।
ভালোবাসা আর বিরহ গুলো তেমন।
একসাথে হয় সমানুপাতিক।
সত্যি বলতে আমিও ওদেরই মতো,
আবেগ গুলো বাঁচাতে চাইছে মান,
মানুষ তো, তাই কষ্টরা ঠিক আসে।
তবু হারিয়ে ফেলেছি আমার অবস্থান।।
স্নেহা সরকার।
আজ ওদের হাল বদলের পালা,
নিথর শরীর হচ্ছে কুপকাত।
সত্যি বলতে আমিও ওদেরই মতো,
মানুষ তো তাই একই পরিমাপ।।
ওরাও যেমন বৃষ্টি ভেজার দিনে,
প্রেমিক সেজে মায়ের ছোট্ট খোকা,
চিলেকোঠার দরজা গুলো চেপে,
ফুপিয়ে কাঁদে?এক্কেবারেই বোকা,,
ওর মনেতেও পাথর চাপায় রোঁদ,
হোক না কিশর শরীর টা পিলপিলে।
আবেগ গুলো পিষিয়ে রাখা যায়?
ভেবে দেখো তুমিও ওমন ছিলে।
পথের পাশে ওই যে দেখো কাব্যি করা মেয়ে,
শব্দ সাজায় কষ্ট গুলো নিয়ে,
ওই মেয়েটাও বিরহে ডুবে বাঁচে।
মিথ্যে ঢাকে অপেক্ষাদের দিয়ে।
তবুও পাহাড় খরস্রোতার কাছে।
ঝড়ো হাওয়ায় পাতারা নির্ভিক।
ভালোবাসা আর বিরহ গুলো তেমন।
একসাথে হয় সমানুপাতিক।
সত্যি বলতে আমিও ওদেরই মতো,
আবেগ গুলো বাঁচাতে চাইছে মান,
মানুষ তো, তাই কষ্টরা ঠিক আসে।
তবু হারিয়ে ফেলেছি আমার অবস্থান।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন