ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

কবিতা:-হারানো খাতার কবিতারা

ফুলের ভিতর আগুন...সন্ধ্যা নামছে

ঈশ্বরকে রেখে এসেছি কারখানায়-

উঠোনের কাঁচা মাটিতে দিদার আলতার ছাপ

দুর্গা বেঁচে আছে...দুপুরের পর,দুপুর

ফিরে আসে পুনর্জন্ম...জাতিস্মর কথক

আহ্লাদী  বিড়ালটা অলীক জ্যোৎস্না মেখেছে রাতে

চুম্বনের কাছাকাছি গিয়ে দিতে পারিনি-  প্রেম বিসর্জন

রাত্রি হরফ পুরনো বন্ধুর গান তোলে আকাশে

পাখি পালায় কাঁটাতার  টপকে রঙিন জানালায়

তোমার ক্রুশ কাঠি প্রত্যাখানের প্রতিটা আঁচড়...


লেখকঃ-সৌরভ দত্ত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন