' সালাম কবিতা '
---------------------
----------রাজা সেখ
হে মোর অন্তর আত্মা
হে কবির কবিতা,
জ্বলেছো তুমি আঁধার ভবে
কিরণ দানের সবিতা।
উঠেছো তুমি নিঃস্ব শিরে
নিঃস্ব ভুবন তীরে,
তুমি দিয়েছো কিরণ অবিরত
সকল তমসা ঘিরে!
তুমি তাই করেছো দান
যেটা দেখেনি জগৎ,
তুমি সন্ন্যাসীরে করেছো দান
ওই প্রেমময়-পর্বত!
যেই বাণী শোনেনি ভুবন
হয়তো জানিতো সে,
অমৃত করেছো ছন্দ দানে
শোনালে তুমি এসে!
হে কবি তুমি অমর
মরণ করেনা জয়,
আছো তুমি কাব্য হৃদয়
নাহি তব ক্ষয়!
---------------------
----------রাজা সেখ
হে মোর অন্তর আত্মা
হে কবির কবিতা,
জ্বলেছো তুমি আঁধার ভবে
কিরণ দানের সবিতা।
উঠেছো তুমি নিঃস্ব শিরে
নিঃস্ব ভুবন তীরে,
তুমি দিয়েছো কিরণ অবিরত
সকল তমসা ঘিরে!
তুমি তাই করেছো দান
যেটা দেখেনি জগৎ,
তুমি সন্ন্যাসীরে করেছো দান
ওই প্রেমময়-পর্বত!
যেই বাণী শোনেনি ভুবন
হয়তো জানিতো সে,
অমৃত করেছো ছন্দ দানে
শোনালে তুমি এসে!
হে কবি তুমি অমর
মরণ করেনা জয়,
আছো তুমি কাব্য হৃদয়
নাহি তব ক্ষয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন