ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯



    বসন্ত
        ------------প্রীতি মান
                
এসো বসন্ত, এসো বসন্ত
এই ধরনীর বুকে,
স্নেহ মাখাময় রৌদ্র-ছায়ায়
সবাইরে রেখো সুখে ।
শুষ্ক মাটি, রুক্ষ ধরায়,
দাও ফুল-ফল ভরিয়ে,
জীর্ণ প্রদীপখানি নিভেছে কখন্
দাও ফিরে তারে জ্বালিয়ে ।
রঙ ছড়িয়ে পাখনা মেলে
পাখির কলরবে,
হল ভোর, ভাঙল ঘুমের ঘোর
ভাবছি মনে সবে ।
রাজার আসন পেলে তুমি
সেরা ঋতুর মাঝে,
পাচ্ছি যেন এই ধরাকে
মায়ের মতোন সাজে ।
শিশির ঘেরা সবুজ ঘাসে,
শুভ্র মেঘের চাদর,
বসন্ত হাওয়ায় দুলছে মন,
যেন পাচ্ছি মায়ের আদর ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন