স্বপ্নই তো সবকিছু
© আম্রপালী দে
না না না , এসব জায়গায় কোনোমতেই কবিতাকে বসতে দেওয়া যায় না !
দেশলাই বাক্সের মতো ঘুপচি একটা চারকোণা , এতো ঝাড়বাতি , লাল-নীল লন্ঠন , ওদিকে আতশবাজি ফুটছে রেসের ঘোড়ার চেয়েও বেশি বেগে ।
জীবন হারছে , সময় জিতছে । আর জেতাটুকু হাঁ করে গিলে খাচ্ছে এক একটা করে স্বপ্নকে । প্রতিটা সেকেন্ড থেকে তফাতে থেকে যাওয়া সেসব স্বপ্ন ।
দুপুরের রোদেও তেমন তেজ নেই ।
এবাড়ি ওবাড়ি ঘুরে রঙ্গ দ্যাখে যেন...
আর গল্প জানা বিকেলগুলো আজকাল নিজেরাই তিন মাথার গল্পে বিভোর ।
পাতা ছেঁড়া মাঠ ।
ওইতো রথের চাকাটা ঢুকে গেছে মাটির বর্তমান ফাটলে । বড়ো অসহায় কবচকুন্তলধারি ।
আহ ,
আহ , কি করছো...
পাঁচিল বেঁধো না বলছি...বলছি বেঁধো না...
শ্বাস নিতে কষ্ট হচ্ছে...কষ্ট হচ্ছে...
© আম্রপালী দে
না না না , এসব জায়গায় কোনোমতেই কবিতাকে বসতে দেওয়া যায় না !
দেশলাই বাক্সের মতো ঘুপচি একটা চারকোণা , এতো ঝাড়বাতি , লাল-নীল লন্ঠন , ওদিকে আতশবাজি ফুটছে রেসের ঘোড়ার চেয়েও বেশি বেগে ।
জীবন হারছে , সময় জিতছে । আর জেতাটুকু হাঁ করে গিলে খাচ্ছে এক একটা করে স্বপ্নকে । প্রতিটা সেকেন্ড থেকে তফাতে থেকে যাওয়া সেসব স্বপ্ন ।
দুপুরের রোদেও তেমন তেজ নেই ।
এবাড়ি ওবাড়ি ঘুরে রঙ্গ দ্যাখে যেন...
আর গল্প জানা বিকেলগুলো আজকাল নিজেরাই তিন মাথার গল্পে বিভোর ।
পাতা ছেঁড়া মাঠ ।
ওইতো রথের চাকাটা ঢুকে গেছে মাটির বর্তমান ফাটলে । বড়ো অসহায় কবচকুন্তলধারি ।
আহ ,
আহ , কি করছো...
পাঁচিল বেঁধো না বলছি...বলছি বেঁধো না...
শ্বাস নিতে কষ্ট হচ্ছে...কষ্ট হচ্ছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন