""""""আশা""""""""
------++++++----++
রাজা সেখ
মনে মোর জাগিওনা আশা
চোখেও প্রেমের ভাষা,
নাহি দিও প্রেমের মালা
ভাঙো যদি বাসা!
চঞ্চল মন কেন খুঁজে
তব মায়ার ছবি,
যেই প্রতিমায় হারিয়ে যায়
তোমার প্রিয় কবি!
সখী যেই হৃদয় দ্বারে
জ্বেলে ছিলে বাতি,
আজি সেই হৃদয় কোনে
আমিই আমার সাথী!
যেই ছন্দ নেচে ছিলো
লিখতে তোমার কবিতা,
সবই চরণ পাষাণ বেশে
দেয় মোরে ব্যথা!
যেই আশায় চেয়ে ছিলাম
শুধুই তোমার ভালোবাসা,
সেই আশায় কাঁদাই মোরে
আজও প্রেমের নিরাশা!
------++++++----++
রাজা সেখ
মনে মোর জাগিওনা আশা
চোখেও প্রেমের ভাষা,
নাহি দিও প্রেমের মালা
ভাঙো যদি বাসা!
চঞ্চল মন কেন খুঁজে
তব মায়ার ছবি,
যেই প্রতিমায় হারিয়ে যায়
তোমার প্রিয় কবি!
সখী যেই হৃদয় দ্বারে
জ্বেলে ছিলে বাতি,
আজি সেই হৃদয় কোনে
আমিই আমার সাথী!
যেই ছন্দ নেচে ছিলো
লিখতে তোমার কবিতা,
সবই চরণ পাষাণ বেশে
দেয় মোরে ব্যথা!
যেই আশায় চেয়ে ছিলাম
শুধুই তোমার ভালোবাসা,
সেই আশায় কাঁদাই মোরে
আজও প্রেমের নিরাশা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন