"যার তরে"
---------------
------------রাজা সেখ
আজি হারিয়ে গেছি আমি
ব্যস্ত ভুবন ভিড়ে,
একাই ঘুরি নিঃস্ব মনে
আসি আবার ফিরে!
জীবন আজি গেছে ডুবে
বেদনার সিন্ধু তীরে,
নাবিক হয়েও পাইনা কূল
জীবন কাঁদে হাহাকারে!
কৃষ্ণ মনে পেয়ে ছিলাম
ফণী হারা মণি,
দীপ্ত নাহি করিলো মন
দিলো বেদনার শনি!
যারে দেখে হৃদয় মোর
নেচে ছিলো উল্লাসে,
আজি সেই প্রিয়ার মুখ
নয়ন জলে ভাসে!
যারে দেখে আঁখি মোর
হয়ে ছিলো নীরব,
তাতেই আমি দেখেছি ভুবন
দেখেছি আমি সব!
যার এলো চুলে মন
মন্থর হয়ে ছিলো,
তার আশাতেই হৃদয় মোর
সময় গুনে গেলো!
যার কথাতেই ভাঙা বাঁশি
বেজে ছিলো সুরে,
তারই বাণী যাইগো শোনা
আজি সীমান্তের দূরে!
যার হাসিতেই মনে হলো
দুঃখ গেলো ঝড়ে,
আপন মনে গেলো পাখি
আপন ঘরে উড়ে!
তারই আশাই আজও আছি
চাতক পাখি বেশে,
জানিনা সে ফিরিবে কি
আমায় তুচ্ছ ভালোবেসে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন