নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

যাওয়া আসা
------------------জ্যোতির্ময় রায়

তখন তোমার বৌ-চি খেলার বয়স।
    আমিও সদ্য পোয়াতি চাঁদ দেখে বলে ফেলি
             "ছুঁয়ে দেখাবো ঠোঁট "

মুখ ঢাকা বিজ্ঞাপনে বেনামি চিঠি
               "প্রেম না ,কাছে আসা হোক ।"

ধর্ষিত হওয়ার ভয়ে থমকে দাঁড়াই ট্রাফিকে

ফিকে হয়ে আসা রোদ্দুরে মুখ ধুয়ে সে
       চলে যায় ছায়া।ভুল চালে মন্ত্রী গেছে খোয়া
                   ভুল প্রেমের শেষে ...

পূর্ণিমার চাঁদ আজও ঝলসানো রুটির মতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন