নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

"চূড়ী নেহি ইয়ে,মেরা দিল হ্যায়"

অভিজিৎ দাসকর্মকার।

সস্তার পোস্টার থেকে নদীকোষ
বয়ে যায় জ্যামিতির বক্রকলা ধরে

বিভাজিকায় নিউক্লিয়াস
মিয়োসিসের গন্ধ পায়

বাসি শরীর থেকে
হুঁক খোলা বুকে টানটান কিশোরী
হাতে কাঁচের চূড়ীতে রজঃস্বলার সকাল-
   যন্ত্রণা
   বিজ্ঞাপন
   ফার্টিলাইজেশন

তবুও
উভচরটির শ্যাওলা ধরা ভোকাল কর্ড
পাশে বসে
অনন্তকাল গান করে
'চূড়ী নেহি ইয়ে, মেরা দিল হ্যায়....'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন