৮.)
এ তুমি কেমন তুমি!
কবি রাণা চ্যাটার্জী
নিজেকে মহীরুহ ভেবে নেওয়াটা
তোমার অপরাধ নয়,আমাদের কৃতজ্ঞতা বোধ,
অর্জিত রুচিশীলতার ফসল।
অর্থ দম্ভ অহংবোধ সব থেকেও বড় নিঃস্ব তুমি আপনজনদের না বোঝার ব্যর্থতায়।
সব বুঝেও বোঝোনা,
নির্দয় বাক্যবাণ নিক্ষেপের দুর্নিবার আকাঙ্ক্ষা
বেশ ক'টা হিরোশিমা পুড়িয়ে খাক করে দেবার ক্ষমতা রাখে।
বিনা আঁচে তোমার বিত্ত বাতেল্লায় এক হাঁড়ি ভাত ফোটে নিমেষে,
আয়নায় মেকআপ গলে মুখ মুখোশের উঁকিঝুঁকি।
লজ্জিত করে স্যাঁতস্যাঁতে শ্যাওলা দেওয়াল চুঁইয়ে পড়া অ্যাসিড বৃষ্টি,
অন্যদের ঘৃণায় খসে পড়া ভালোমানুষ হোর্ডিং নড়বড়ে করে জং ধরা পেরেক।
শব্দ দূষণের বেসামাল দুর্দিনে বর্ষা ফলক হিংস্রতা ,গতিরুদ্ধ হয় উপেক্ষার নীরবতায়।
এ তুমি কেমন তুমি!
কবি রাণা চ্যাটার্জী
নিজেকে মহীরুহ ভেবে নেওয়াটা
তোমার অপরাধ নয়,আমাদের কৃতজ্ঞতা বোধ,
অর্জিত রুচিশীলতার ফসল।
অর্থ দম্ভ অহংবোধ সব থেকেও বড় নিঃস্ব তুমি আপনজনদের না বোঝার ব্যর্থতায়।
সব বুঝেও বোঝোনা,
নির্দয় বাক্যবাণ নিক্ষেপের দুর্নিবার আকাঙ্ক্ষা
বেশ ক'টা হিরোশিমা পুড়িয়ে খাক করে দেবার ক্ষমতা রাখে।
বিনা আঁচে তোমার বিত্ত বাতেল্লায় এক হাঁড়ি ভাত ফোটে নিমেষে,
আয়নায় মেকআপ গলে মুখ মুখোশের উঁকিঝুঁকি।
লজ্জিত করে স্যাঁতস্যাঁতে শ্যাওলা দেওয়াল চুঁইয়ে পড়া অ্যাসিড বৃষ্টি,
অন্যদের ঘৃণায় খসে পড়া ভালোমানুষ হোর্ডিং নড়বড়ে করে জং ধরা পেরেক।
শব্দ দূষণের বেসামাল দুর্দিনে বর্ষা ফলক হিংস্রতা ,গতিরুদ্ধ হয় উপেক্ষার নীরবতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন