১১.)
বানভাসি
কবি স্বরূপ সিংহ রায়
“সীমন্তিনির চোখ আমি দেখেছি তাই শান্ত দিঘির টলটলে জলে কাজল মেঘের ছায়া দেখি বারবার”----।
আমার মেঘ তোর সে গহন চোখের নেশায়
বুকের ভিতর ভীষণ রকম বৃষ্টি ভেজায়
নেশায় খুঁজি বুকের ভিতর মেঘের ঢল
তুই সে এখন অন্য বুকে ছলাৎছল।
তুই সে এখন অন্য বুকে লাজুক সুখে
দুঃখ ভীষণ জমাট বেঁধে আমার বুকে
দুঃখ জমাট বকের ডানার ক্লান্তি জুড়ে
সাত সমুদ্র তেরো নদীর আকাশ ঘুরে।
তোর সে চোখ রোজ সরে যায় দূর বহুদূর
তবুও তাতেই বানভাসি রোজ সন্ধ্যা দুপুর।
বানভাসি
কবি স্বরূপ সিংহ রায়
“সীমন্তিনির চোখ আমি দেখেছি তাই শান্ত দিঘির টলটলে জলে কাজল মেঘের ছায়া দেখি বারবার”----।
আমার মেঘ তোর সে গহন চোখের নেশায়
বুকের ভিতর ভীষণ রকম বৃষ্টি ভেজায়
নেশায় খুঁজি বুকের ভিতর মেঘের ঢল
তুই সে এখন অন্য বুকে ছলাৎছল।
তুই সে এখন অন্য বুকে লাজুক সুখে
দুঃখ ভীষণ জমাট বেঁধে আমার বুকে
দুঃখ জমাট বকের ডানার ক্লান্তি জুড়ে
সাত সমুদ্র তেরো নদীর আকাশ ঘুরে।
তোর সে চোখ রোজ সরে যায় দূর বহুদূর
তবুও তাতেই বানভাসি রোজ সন্ধ্যা দুপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন