ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

কবি পাখি পালের কবিতা

১৪.)
বন্ধু মানে....
   কবি পাখি পাল

বন্ধু মানে প্রতিধ্বনি
পাহাড় চূড়ায় ডাকা..
অনেক আঘাত মাটির ওপর
সবুজ ঘাসে ঢাকা..
বন্ধু মানে মরুর মাঝে
মরুদ্যানের দেখা..
অনেক ভুল করার মাঝে
একটুখানি শেখা..
বন্ধু মানে খোলা আকাশ
অনেকখানি মুক্তি..
বাঁধনহীন ওড়ার সুখ
খাটে না যেথা যুক্তি..।।

         
       


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন