ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

কবি ইমরানের কবিতা

৩.)
কাব্য পরিচয়
    কবি ইমরান হাসান

চল একটি কবিতা হয়ে যাক,
একটা শিশিরের শব্দ,
আজকে নিজের অস্তিত্ব জানাক

আজ হয়ে যাক কাব্যের মেলা।

আজ রত্নপাথরের শোভার
আজ স্বরূপের টানে ভোলার,
আজ প্রকৃতির তান শোনার
এইক্ষণ রয়ে যাক।


হিম হিম পাহাড়ের চুড়া ,
তার উপর সবুজের একটু আভা

কবিতার স্বরূপ জমিয়ে রাখা

শুধুই ভালোবাসার আবীর ।


আজ হয়ে যাক কবিতা -

তোমার ভুরু মাঝের রবির ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন