কেই বা এই মানুষ আমি?
কোন পাড়াতে থাকি ?
এক চোখেতে লজ্জা নিয়ে,
কপালে টিপ আঁকি
কেবা আমি সরল নাকি --
জটিল বামুন মন !
ওরে আকাশ তোরে শুধাই ,
একবার তুই শোন
কি পরিচয় দেবো এখন
কি বা আমার স্বত্বা?
আমার আগে যা ছিলোতা
এখন বাগদত্তা...
আপনার লেখনী আমাদের মন্ত্রমুগ্ধ করে। তবে সত্যি বলতে আপনার অনেক লাখারই ভাবার্থ উদ্ধার করা আমার এই স্বল্প বিদ্যায় সম্ভব হয় না। কিন্তু সেই লেখার গাম্ভীর্য আমাদের মুগ্ধ করে। বিবশ করে তার অর্থ অনুধাবনের চেষ্টা করতে। এমন করেই আপনারা সুস্থ সুন্দর জীবন ও লেখা দীর্ঘায়িত হোক।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনভালো থাকুন সুস্থ থাকুন এই ভাবেই আমাদের লেখা উপহার দিতে থাকুন।
মুছুনআপনার লেখনী আমাদের মন্ত্রমুগ্ধ করে। তবে সত্যি বলতে আপনার অনেক লাখারই ভাবার্থ উদ্ধার করা আমার এই স্বল্প বিদ্যায় সম্ভব হয় না। কিন্তু সেই লেখার গাম্ভীর্য আমাদের মুগ্ধ করে। বিবশ করে তার অর্থ অনুধাবনের চেষ্টা করতে। এমন করেই আপনারা সুস্থ সুন্দর জীবন ও লেখা দীর্ঘায়িত হোক।
উত্তরমুছুন