৯.)
আজ আমি বৃষ্টিতে ভিজব
কবি অভিজিৎ চক্রবর্তী
আজ আমি বৃষ্টিতে ভিজব
নতজানু হয়ে মাটিতে চুমু খাব।
জলের রেখা ধরে আমি পৌঁছে যাব আজ
যেখানে হৃদয় ভাগ হয়ে গেছে
ক্ষণিকের দুঃস্বপ্নে,
যেখানে তরঙ্গ এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে,
যেখানে সুখ হারিয়ে গেছে বিজ্ঞাপনের বালুকাবেলায়।
আজ আমি বৃষ্টিতে ভিজব,
ভিজব আর স্মৃতির রেখা ধরে একে একে
টেনে তুলবো
হারিয়ে যাওয়া সমস্ত সুখ-অসুখ,দুঃখ বেদনা, সোনালি স্বপ্ন আর রুপোলী দুঃখ।
শিশুর মত প্রান্তরের ক্যানভাস জুড়ে ছিটিয়ে দেব আনন্দের জল রং আর মোমের ক্রেয়নগুলো।
আজ আমি বৃষ্টিতে ভিজব
কবি অভিজিৎ চক্রবর্তী
আজ আমি বৃষ্টিতে ভিজব
নতজানু হয়ে মাটিতে চুমু খাব।
জলের রেখা ধরে আমি পৌঁছে যাব আজ
যেখানে হৃদয় ভাগ হয়ে গেছে
ক্ষণিকের দুঃস্বপ্নে,
যেখানে তরঙ্গ এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে,
যেখানে সুখ হারিয়ে গেছে বিজ্ঞাপনের বালুকাবেলায়।
আজ আমি বৃষ্টিতে ভিজব,
ভিজব আর স্মৃতির রেখা ধরে একে একে
টেনে তুলবো
হারিয়ে যাওয়া সমস্ত সুখ-অসুখ,দুঃখ বেদনা, সোনালি স্বপ্ন আর রুপোলী দুঃখ।
শিশুর মত প্রান্তরের ক্যানভাস জুড়ে ছিটিয়ে দেব আনন্দের জল রং আর মোমের ক্রেয়নগুলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন