ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

কবি সোমা চট্টোপাধ্যায়ের কবিতা

১০.)
হঠাৎ কবিতা
     কবি  সোমা চট্টোপাধ্যায়


মেঘনামা শহরের দরজায় দাঁড়িয়ে আছে প্রহর

প্রহরীহীন দরজা পেরোলে একটা বিশাল বাগান

সেখানে শুয়ে আছে শয়ে শয়ে কবিতা

ওরা লাশ নয় - উন্মুক্ত শব্দভাণ্ডারের দু-টুকরো নমুনা

মরা কবিদের প্যাকেটবন্ধ করা ধর্ম-অধর্ম।


তোমাকে ছুঁলেই কবিতা হয়ে যায় শোক

হঠাৎ পাওয়া কোনো বৃষ্টিদিনের মতো চোখ

পরিতৃপ্তির হাসি লেগে থাকে কানের পাশের তিলটায়

এই কবিতাটা আমার।

শিলাবৃষ্টির মতো মনিপুর চক্রে এটা আমার হঠাৎ কবিতা ।

মায়াগঙ্গা বরাবর হেঁটে যাচ্ছে সর্পিল আলিঙ্গন

আমি সেমিকোলন ভুলে কাব্য হয়ে যাই

হঠাৎ কবিতার মতো...

















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন