ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

কবি কুনালের কবিতা

৬.)
কবির চোখে যখন প্রেম.....
       কবি কুনাল গোস্বামী


ভেবেছিলে স্পর্শ করবে,ছন্দে ছন্দে ভরিয়ে দেবে সর্বাঙ্গ

লিখবে প্রেমের কবিতা,কবিতা যে তোমার প্রেমাঙ্গ

কবি' তুমি কবিতা লিখছো?তুমি প্রেম খুঁজছো কোথায়?

আমি যে শুধুই দেখছি ছিন্নভিন্ন খণ্ডাকার দেহাংশ আর রক্তে ভেজা মাটি

সেই রক্তের চারপাশে সারি বেঁধে লাল পিঁপড়ের দল

কবিতা দিয়ে ওদের পেট ভরাতে পারবে তুমি?


দ্যাখো ঐ শোনা যায় ঝড়ের পূর্বাভাস,হয়তো আবার তছনছ হয়ে যাবে কত ছারপোকার কুঁড়ে ঘর

নদীর উত্তাল জলে মিশবে ওদের বুকফাটা আর্তনাদ আর অশ্রুজল, সৃষ্টি হবে সুনামি তখন

আচ্ছা কবি' তখনও কি তুমি ব্যস্ত থাকবে কবিতার মাঝে প্রেম খুঁজতে?

পাঠকেরা সেই কবিতা পড়ে করতালি দেবে,

বলবে সবাই - "কবি তুমি মহান,অনবদ্য তোমার লেখনী!"

কিন্তু সেদিন হয়তো বলবো আমি-

                "ধন্য তুমি কবি,ধন্য তুমি।"



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন