১৩.)
এক দীর্ঘ স্থবিরতা
কবি রাফাতুল আরাফাত
আমার অনন্তকাল ধরে চলতে থাকা পা থেমে গিয়েছিলো
এক চপলতার নুপুরের শব্দে।
এরপর বহুদিন আমি কেমন উন্মুখ হয়ে থাকি
কার অপেক্ষায় থাকি
কার জন্যে শব্দ বুনি।
কার জন্যে যেন আমি হত্যাকারী,
সকাল হত্যা করি,
দুপুর হত্যা করি
বিকেল হত্যা করি।
আমার পায়ে এখন রাজ্যের স্থবিরতা,
জয়েন্টে জয়েন্টে উইপোকা বাসা বেঁধেছে।
ইচ্ছে হয় মধ্যদুপুরে ঝিঁঝিঁ পোকার গলা চেপে ধরি।
সকাল থেকে রাত আমি যেনো কার জন্যে উন্মুখ হয়ে থাকি!
এক দীর্ঘ স্থবিরতা
কবি রাফাতুল আরাফাত
আমার অনন্তকাল ধরে চলতে থাকা পা থেমে গিয়েছিলো
এক চপলতার নুপুরের শব্দে।
এরপর বহুদিন আমি কেমন উন্মুখ হয়ে থাকি
কার অপেক্ষায় থাকি
কার জন্যে শব্দ বুনি।
কার জন্যে যেন আমি হত্যাকারী,
সকাল হত্যা করি,
দুপুর হত্যা করি
বিকেল হত্যা করি।
আমার পায়ে এখন রাজ্যের স্থবিরতা,
জয়েন্টে জয়েন্টে উইপোকা বাসা বেঁধেছে।
ইচ্ছে হয় মধ্যদুপুরে ঝিঁঝিঁ পোকার গলা চেপে ধরি।
সকাল থেকে রাত আমি যেনো কার জন্যে উন্মুখ হয়ে থাকি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন