নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

কবি রবীন বসুর কবিতা

সভ্যতার মাইগ্রেন
        কবি রবীন বসু


তোমাকে স্পর্শ করে এই আমি বসে আছি মাটি

জলহীন শুখা মাঠ, সবুজ বেহদিশ

লাবণ্যপূর্ণ প্রাণ দূষণে দূষণে মৃত

বৃক্ষ আজ পাখিহীন

মগজে জমছে ক্লেদ মানুষের

আবহ বিষাক্ত আজ, বাতাসে বিনাশের সাইরেন


তোমাকে স্পর্শ করে এই আমি বসে আছি মাটি

সহনাতীত সহ্য দাও, জল দাও

হিরণ্ময় দিন

সবুজ বৃক্ষের পাশে অহরহ

নতজানু হই যেন

অথবা যেন সেরে যায় সভ্যতার অসম্ভব মাইগ্রেন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন