২.)
আগমনী
কবি দেবাশীষ মন্ডল
আয় মা, আয় তোর এই বেটার অভাবের সংসারে।
একটা বছর কোথা ছিলি মা, আমাদের একা করে?
কাল ফুলে তে হবার আগে তোর আগমন
সামান্য কিছু নৈবেদ্য করেছি আয়োজন।
জানি মা, তা খুব সামান্য-- খুশি হওয়ার না।
তবুও তুই তাতেই খুশি, কারণ তুই তো মা!
তাকিয়ে দেখ, দেখ মা তোর থাকার ঘরের সম্মুখে
কচি-কাঁচারা হয়েছে জড়ো দেখবে বলে তোকে।
মা-বোনেরা এনেছে শঙ্খ, কেউবা এনেছে কাঁসর।
ঢাক-শঙ্খ, ঘন্টা-ধ্বনি- জমবে তোর আসর।
কয়েকটা দিন থেকেই কি মা আবার যাবি চলে?
বেটার বেদন বুঝবি মাগো, আমি মা, তুই ছেলে হলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন