ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

কবি মিতালির কবিতা

৪.)
উপশম
 কবি মিতালি চক্রবর্তী



বারবার হাত চলে যাচ্ছে

চেনা সবুজ আলোয়,

কতকি লিখছি আবার  মুছে ফেলছি,,,


প্রথম শর্তটি ভেঙে গেছে  দমকা হাওয়ায়


দ্বিতীয় শর্ত কেবল দৃষ্টিতেই সীমাবদ্ধ, উচ্চারিত হয়নি কখনো।


আর কিছু নেই;


আকুল আঁধার শুধু দুজনের মাঝে।।



পরিণত মননের খেলা গুলো এমনই হয়,,,



জড়পদার্থের মত মনবিহীন,এই কথাটি জানা ছিল ,

অথচ আব্দারের আড়াল থেকে জানান দিল সমস্ত অসাড়

 সাজানো অহংকার।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন