ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

কবি

১৫.)
বিরহ প্রেম
   কবি হুমায়ুন কবীর

আছে যত ঘৃণা বিরহ বেদনা শত যাতনা,
তবুও প্রেম ভালোবাসি!
সমাজে কুলষিত কলঙ্কিত আছে যত ভাবনা
তবুও প্রেম ভালোবাসি!
সব অনুভূতি বিশুদ্ধতা আনন্দ পুড়ে হয় ছারখার,
বোঝেও বুঝিনা,
তবুও প্রেম ভালোবাসী!
পাখিরা যেমন আপন পাখিদের সাথে―
মিশতে যায়, আমিও তেমনি আপন মানুষের―
সাথে মিশতে চাই,
কিন্তু---চলিত স্বাস, প্রবাহিত নদী, আপন মানুষ―
সবাই করে প্রতারণা,
তবুও প্রেম ভালোবাসি!
জুড়ায় না ক্লান্ত দেহ দখিনা বাতাসে―
পাইনা তৃপ্তির আশ্বাস,
তবুও প্রেম ভালোবাসি!
ব্যাথায় জর্জরিত হৃদয় বিরহ বাঁশির কান্নার সুর,
জানি কোনো দিনও পাবনা সুখ,
তবুও প্রেম ভালোবাসি!


1 টি মন্তব্য: