১৬.)
অভিষার
কবি স্নেহা সরকার
ঝিরঝিরে এক বিকেল বেলার পরে,
পাতায় পাতায় ধুলোর ছায়া পাতি,
নতুন কোন ভাবনা আসার ঘরে,
চোখের কাছে আবেগরা আহ্লাদী।
জোট বেধেই জোড়ালো হলো আলো,
কথোপকথন মেঘের মতোই ভারি,
অপ্রাকাশে বেঁচে থাকা বড়ো ভালো।
ইচ্ছে করেই চোখের আড়া আড়ি।
তবু অনুভূতিদের ভালোবাসা বলে ডাকি
তারপর হ্যাঁ তার পর অবলীলায়,
সব শেষ হলে তোর কোলে মাথা রাখি।
যেভাবে রাত বালিসে দুঃখ বিলায়।
ফেলে রেখে আসি শুকনো ফুলের মালা,
আপাতমস্তক ছড়িয়ে পরেছে ঘৃনা।
আমার হৃদয় ভাঙাচোরা ফেরিওয়ালা।
ভালোথাকি তবু ভালোবাসা কখনো আর না।।
অভিষার
কবি স্নেহা সরকার
ঝিরঝিরে এক বিকেল বেলার পরে,
পাতায় পাতায় ধুলোর ছায়া পাতি,
নতুন কোন ভাবনা আসার ঘরে,
চোখের কাছে আবেগরা আহ্লাদী।
জোট বেধেই জোড়ালো হলো আলো,
কথোপকথন মেঘের মতোই ভারি,
অপ্রাকাশে বেঁচে থাকা বড়ো ভালো।
ইচ্ছে করেই চোখের আড়া আড়ি।
তবু অনুভূতিদের ভালোবাসা বলে ডাকি
তারপর হ্যাঁ তার পর অবলীলায়,
সব শেষ হলে তোর কোলে মাথা রাখি।
যেভাবে রাত বালিসে দুঃখ বিলায়।
ফেলে রেখে আসি শুকনো ফুলের মালা,
আপাতমস্তক ছড়িয়ে পরেছে ঘৃনা।
আমার হৃদয় ভাঙাচোরা ফেরিওয়ালা।
ভালোথাকি তবু ভালোবাসা কখনো আর না।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন