ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৮ মে, ২০২০


আসা যাওয়ার মাঝে-
শ্রীজা দত্ত

নিশ্বাসটুকু বেঁচে রয়েছে জানো,
জানলার ধারে রয়েছে রঙিন সুতো!
পথ চলতি ভীড়ের মাঝে-
একবার যদি দেখা হতো।

অলস দুপুর তোমায় খোঁজে,
চার দেওয়ালের ঘরের মাঝে!
তোমায় ভেবেই সদাই হারাই-
তাইতো তোমায় খুব করে চাই।

সন্ধ্যা নামে ওপাড়  থেকে,
দোয়েল-সাঁকো পথের বাঁকে!
শালিক, চড়াই একসাথে সব-
ফিরে আসে ঝাঁকে ঝাঁকে।

প্রতিটা দিন ব্যস্ত তুমি,
আসা যাওয়া লেগেই থাকে!
সময় করে খবর নিও-
একলা মন তোমায় ডাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন