ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৮ মে, ২০২০


রবির রাশিমালা
প্রীতম রায়

সেদিনের আকাশ টা হঠাৎ করেই মেঘলা করে এলো
নেমে এল অন্ধকার,
চিলেকোঠায় সবে গান ধরেছো তুমি।
গুন গুন সুরে বাজছে শব্দ
শুনতে পেলাম জানলায় কড়া নাড়ছে মেঘ
কি রে যাবি?
যাবি আমাদের সাথে,
দুরে ওই মাদার গাছের পাড়ে।
যাব না রে মেঘ,
তপ্ত দুপুরে বাঁধা আছে ছায়াকাঠি
কয়েক ক্রোশ তোকে ছাড়াই
হাঁটা এখনো বাকি।
               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন