ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৮ মে, ২০২০

আমন্ত্রিত লেখকগণ

অন্তরিন :-  তুষারকান্তি রায়




চুপচাপের মধ্যে মন। আর, মনের মধ্যে উথাল - পাথাল। বাতাসে হাসনুহানার নীরবতা। অদিতি বলছিলো, এবার বৈশাখে যাদবপুর থেকে কলেজস্ট্রিট হয়ে বাগবাজার ঘাটে যাবে। যাক, সেকথা। অন্ধকারে গলির পাশে পাঁচ - সাতটা কুকুর ডেকে উঠলো। ওরা কি জানে? রাদি পাগলি আর শ্যামবাজারে ফিরবে না ! আর একবার অতনু হালদার পড়লাম। প্রথমবারের মতো টানলো না। এপ্রিলেই তো তিথির জন্মদিন। সেদিন রাহুলেরও বাড়ি ফেরার কথা ছিলো। মহান পাত্র তার প্রেম ও যৌনতা বিষয়ক সংখ্যায় লেখা পাঠানোর কথা বলেছিলেন। লেখা হয়নি বলেই কি মনে পড়লো?  মনে পড়লো, পুটু বাঁশিতে শূন্যতা বাজাতে পারতো। আমি নির্জনে তার সুর থেকে একটি একটি করে পাতা ঝরতে দেখেছি। রবিঠাকুরের গান। আহা !  সেও তো অন্তরিন এর আশ্রয়। আমার মন এখন জল থৈ থৈ জল থৈ থৈ অনন্তধারা হয়ে ভাসছে. .
        -    -     -      -     -    -    -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন